॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ির পঙ্খিমুড়া এলাকায় সড়কের উপর থেকে রমজান আলী (৩৪) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে গুইমারা থানার পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিনগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। রমজান চট্টগ্রামের খুলশির আমবাগান এলাকার ইউসুছ সিকদারের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রমজান পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক। রাতে চট্টগ্রাম থেকে ভাড়া নিয়ে খাগড়াছড়ি আসে। পরে সিন্দুকছড়ির পঙ্খিমুড়া এলাকায় স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, নিহত যুবকের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারের লোকজন এসেছে এ নিয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
তবে এ ঘটনা নিয়ে নানা জল্পনা-কল্পনার রূপ নিয়েছে। এ ঘটনায় আরো এক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে বিভিন্ন সূত্র দাবী করছে। এছাড়াও কি বা কেন এ হত্যাকা- তা নিয়ে নানা ধরনের মন্তব্য উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাধারন মানুষের মুখে মুখে।