স্টাফ রিপোর্টার
যাত্রী ভোগান্তির কমাতে ও হাতের নাগালে বাস সার্ভিস সেবা নিশ্চিতের লক্ষে রাঙামাটির মানিকছড়িতে রাঙামাটি-চট্টগ্রাম রুটে পাহাড়িকা বাস সার্ভিসের উদ্বোধন করেছে বাস মালিক সমিতি।
সোমবার সকালে শহরের প্রবেশ মূখ মানিকছড়িতে নতুন বাস কাউন্টার শুভ উদ্বোধন করেন, রাঙামাটি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বিপাশ সাহা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, ৩নং সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবিন চাকমা ভাগ্য, মানিকছড়ি ক্যাম্প ইনচার্জ এসআই মাজেদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য রিটন বড়ুয়া ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ প্রমূখ।
মানিকছড়ি পাহাড়িকা কাউন্টারের মালিক জাহাঙ্গীর আলম জানায়, কুতুকছড়ি, নানিয়ারচর ও মহালছড়ি এলাকা থেকে এসে একজন যাত্রী চট্টগ্রাম যেতে হলে রাঙামাটি গিয়ে টিকেট নিতে হতো। এখন মানিকছড়ি বাস কাউন্টার হওয়ায় চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবান যেতে এখান থেকেই টিকেট নিতে পারবেন যাত্রীরা।