॥ স্টাফ রিপোর্টার ॥
জন্ম নিবন্ধন যাতে সঠিক ও নির্ভূল হয় সে লক্ষ্যে সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও নিবন্ধনকারী প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকতা ও সতর্কতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের (সমন্ব^য় ও সংস্কার) সচিব এবং রাঙামাটি জেলার প্রাক্তন জেলাপ্রশাসক মোঃ শামসুল আরেফিন। রাঙামাটি জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণ সংক্রান্ত এক সেমিনারে এ আহ্বান জানান রাঙামাটিবাসীর কাছে জনপ্রিয় সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা শামসুল আরেফিন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাক্তন সচিব নজরুল ইসলাম, প্রাক্তন অতিরিক্ত সচিব মোঃ মঈন উদ্দিন, মন্ত্রী পরিষদ বিভাগের (সিভিল রেজিষ্ট্রেশন) উপ-সচিব মোহাম্মদ শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ন্যায় রাঙামাটির মানুষের সংখ্যানুপাতিক সুযোগ-সুবিধা বরাদ্দ এবং সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়টি জরুরি। কারণ দেশের ভবিষৎ পরিকল্পনা গ্রহণের জন্য এই জন্ম নিবন্ধন খ্বুই প্রয়োজন। শিশু জন্মের পর পর জন্ম নিবন্ধন করার অর্থ হল-রাষ্ট্রের খাতায় শিশুর নাম ওঠানো। শিশুর জন্ম নিবন্ধন হলে সরকারের ভবিষৎ পরিকল্পনা সঠিকভাবে নেওয়া সম্ভব হবে। তাই জনগণকে সচেতন করার মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজ ত্বরান্বিত করার উপর জোর দেয়ার আহবান জানান বক্তারা। সভায় রাঙ্গামাটি জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা গণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন।