॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
বাঘাইছড়ি পৌরসভার মাদ্রাসা পাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৩০১ পিচ ইয়াবাসহ হামিদা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। পুলিশের বক্তব্য, আটক নারী চিহ্নিত মাদক কারবারি, সে ও তার স্বামী খাজা দীর্ঘদিন থেকে গোপনে মাদক ব্যাবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত দশটার দিকে মাদকসহ অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ও এসআই অনুপম দাশের নেতৃত্বে পৌরসভার ৪নং ওয়ার্ডের মাদ্রাসা পাড়ায় খাজার বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় খাজা পরে তার স্ত্রী মাদক কারবারি হামিদা বেগমকে আটক করে বাড়ি তল্লাশি করলে এসময় ৩০১ পিচ ইয়াবা জব্দ করেন পুলিশ।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঘাইছড়ি থানা পুলিশ মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত চলবে। বুধবার সকালে আটক মাদকসহ নারীকে রাঙ্গামাটি আদালতে পাঠানো হয়েছে।