রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

69

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করা হয়। পরে এক আলোচনা সভা উপজেলা মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইসচেয়ারম্যান উচসিন মারমা,কৃষি অফিসার আরিফুল ইসলাম, মহিলা সভা নেত্রী লংবতি ত্রিপুরা, আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার (ওসি) জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা। বক্তরা বলেন, রাজস্থলী উপজেলায় একটি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার অঙ্গীকার করে।এসময় রাজস্থলী উপজেলার কর্মকর্তাসহ সকলস্থরের গণ্যমান্য ব্যক্তি ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।