বিলাইছড়িতে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালন

111

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

শুক্রবার (৯ই ডিসেম্বর) বিলাইছড়িতে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক শাক্য প্রিয় বড়ুয়া, ও সুদেব দাশ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক ভিক্টোরিয়া চাকমা ও জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি সাধন তঞ্চঙ্গ্যা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।

এ সময় বক্তারা বলেন, দুর্নীতি ক্যান্সারের চেয়েও ভয়াবহ। এর কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এবং দেশের ক্ষমতাশালীরাই বেশি দূর্নীতিগ্রস্থ হয়। তবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি বিরাজমান। তাই দেশের মঙ্গলের জন্য সর্বদা দূর্নীতির বিরূদ্ধে দাড়াতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে এবং জনগণ শান্তিতে থাকবে। এবং কোনো অপরাধ মূলক কাজ বা অভিযোগ পাওয়া গেলে তাহলে তাৎক্ষণিকভাবে দুর্নীতি দমন কমিশনকে খবর দেওয়ার জন্য জনগণের সহযোগিতা কামনা করা হয়। এর আগে সকলের অংশগ্রহণে দিবসটি উপলক্ষে দূর্নীতি বিরোধী মানববন্ধন করা হয়।