নয়াপল্টনের ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

174

॥ স্টাফ রিপোর্টার ॥

ঢাকার নয়াপল্টনে শান্তিপূর্ণ অবস্থানে অতর্কিত হামলা, গুলি বর্ষণ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারাদেশে গণগ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর আগে কৃষকদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলার সাধারণ সম্পাদক রবিউল হোসন বাবলু ও সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ে সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যােিভাকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউছুফ চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন। এসময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হাজার কোটি টাকা পাচারের প্রতিবাদে এবং মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এই ছিল আমাদের আন্দোলন। আজকে বাংলাদেশের ৯টি বিভাগে মহাসমাবেশের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রমাণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল। বিএনপি জনগণ কে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণ কে মুক্তি দিতে চায়।