রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

240

॥ স্টাফ রিপোর্টার ॥

“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” প্রতিপাদ্যে রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি ঘিরে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও টিআইবিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজ ব্যানারে অংশ নেয়।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), দুদকের উপ পরিচালক মোঃ শফি উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পাল, সনাক সহ-সভাপতি মুজিবুল হক বুলবুল, প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম সহ রাঙামাটি জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্কাউট, স্বেচ্ছাসেবক সহ গণমাধ্যম কর্মীরা অংশ নেন।