॥ স্টাফ রিপোর্টার ॥
ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) রাঙামাটি জেলা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত কর্মসূচীর উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানের পর গত ১ বছরের কার্যক্রম উপস্থাপন করা হয়। এরপর সকল সদস্যরা আগামী ১ বছরের জন্য কর্মপরিকল্পনা করেন। এরপর আগামী ২বছরের জন্য এনসিটিএফ রাঙামাটি জেলা কমিটি নির্বাচন করা হয়।
নির্বাচনে সভাপতি পদে সুমাইয়া আক্তার ¯েœহা, সহ-সভাপতি মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সাদমান রশিদ সাবাব, যুগ্ম-সম্পাদক ফারজানা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. রবিউস সানি খাঁন, শিশু গবেষক (মেয়ে) সামিয়া আক্তার সিহা, শিশু গবেষক (ছেলে) মো. ইফতেখারুল ইসলাম ইফতি, শিশু সাংবাদিক (মেয়ে) সুমাইয়া আক্তার, শিশু সাংবাদিক (ছেলে) মো. সজিব হোসেন, চাইল্ড পার্লামেন্ট মেম্বার (মেয়ে) সানজিদা আক্তার, চাইল্ড পার্লামেন্ট মেম্বার (ছেলে) ইকবাল খন্দকার তানভীর।
নির্বাচনের পর দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক সুফিয়া কামাল ঝিমি শিশুদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত বিজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন।
এসময় জেলা ভলান্টিয়ার মো. ইকবাল হোসেন ও জয়ন্তি ত্রিপুরা, ইয়েস বিডি সদস্য রূপম তঞ্চঙ্গ্যা সহ অর্ধশতাধিক এনসিটিএফ সদস্যরা উপস্থিত ছিলেন।