শহিদ বুদ্ধিজীবি দিবসে শিশু একাডেমির মিলাদ ও দোয়া

89

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয়ের আয়োজনে শিশু-কিশোরদের বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য তুলে ধরে আসর ভিত্তিক আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে শিশু-কিশোরদের বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য তুলে ধরে আসর ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, সাবেক জেলা কালচারাল অফিসার মুজিবুল হক বুলবুল, রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ এ এস মঈনুদ্দিন, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রূপা চাকমা, বালুখালী কৃষিফার্ম জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হক ইয়েমিনি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলের পর আসর ভিত্তিক আলোচনায় অংশ নেওয়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।