রাঙামাটিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ঘিরে আলোচনা

93

॥ স্টাফ রিপোর্টার ॥

দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার আগের তুলনায় অনেক কমেছে। এ বিষয়ে বর্তমান সরকার কাজ করছেন। জনগণকে সচেতন করে মাতৃ ও শিশু মৃত্যুর হার আরো কমিয়ে আনতে হবে। এমন তথ্য জানানো হয় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন ঘিরে আয়োজিত আলোচনা সভায়।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে রাঙামাটি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের উদ্যোগে ১৭ থেকে ২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ঘিরে এই এডভোকেসি সভার আয়োজন করা হয়।

এ সময় জানানো হয়, প্রতিটি সন্তান দেশের জন্য সম্পদ। সন্তানদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন সরকার। বাংলাদেশে মায়ের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব কিন্তু তা হচ্ছে না অসেচতনতা ও অনিয়মের কারণে। প্রতিটি মাকে সঠিক স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হবে যদি প্রত্যেকে সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করে।

এতে রাঙামাটি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিমল কান্তি চাকমা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মোহসীন রোমান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, পুরুষ ভাইস চেয়ারম্যান দূর্গেশ্বর চাকমা সহ সংশ্লিষ্ট ব্যাকাতিবর্গরা।

এবারের পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে, ” সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি “।