রাঙামাটিতে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

77

॥ স্টাফ রিপোর্টার ॥

শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি সদর উপজেলা শাখার উদ্যোগে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি শহীদ আবদুল আলী একাডেমিতে এই পরিক্ষা অনুষ্ঠিত হয়।

এতে জেলার সদর উপজেলার ২৪টি স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ৭৩০ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন, দৈনিক গিরিদর্পন পত্রিকা সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি সরকারি কলেজের প্রভাষক মোঃ মহিউদ্দিন, রাঙামাটি সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ রবিউল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির আহমেদ ওসমানী।

শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি সদর উপজেলার উপ-পরিচালক মো. ইমরান জানান, আগামী পহেলা ফেব্রুয়ারি এই পরিক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এতে তিন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা বৃত্তির আওতায় আসবে।