॥ কাউখালী প্রতিনিধি ॥
নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে কাউখালী উপজেলায়। বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনী প্রদান করে সকাল বেলা উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্প মাল্য দিয়ে মহান বিজয় দিবসের কার্যক্রম শুরু করা হয়। প্রথমে কাউখালী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কাউখালী থানা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, উপজউপজেলা প্রেসক্লাব এবং উপজেলার বিভিন্ন প্রথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মাদ্রাসা কলেজ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে পুষ্প মাল্য দিয়ে সম্মান জানানো হয়।
পরে উপজেলা প্রশাসন মাঠে এক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদীয়া নুরীয়া,কাউখালী থানার ভারপ্রাপ্ত ( ওসি) কর্মকর্তা মোঃ পারভেজ আলী। কুচকাওয়াজ শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মাদ্রাসার ছাত্র ছাত্রীের অংশ গ্রহনে বিভিন্ন শিক্ষামুলুক ডিসপ্লে প্রদর্শন করেন। পরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অপরদিকে সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন মাঠে জাতির বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা
নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাহমিদা আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ গাজিউল হক। সার্বিক সহযোগিতা ছিলেন ইনস্টেকটর মোঃ গিয়াস উদ্দিন, মোঃ কাজি আহসান উল্লাহ, মোঃ মামুন হাছান।
এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরুণ প্রকাশ চাকমা, কাউখালী সরকাী ডিগ্রী কলেজ ( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ ইছাহাক,পোয়াপাড়া সরকাী উচ বিদঅলয় প্রধান শিক্ষক করুনাময় চাকমা, বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল কাদের, কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক, শিক্ষক মোঃ জাহেদ, মাওলানা মুহাম্মদ গোলাম ফারুক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ ও সুশীল সমাজের প্রতি নিধি বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক কামরুনাহার বেগম, মোঃ মোস্তফা কামাল মহিম, প্রাণতোষ বড়ুয়া। পরে স্থানীয় শিল্পী ঘোষ্টির পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং দিন ব্যাপি মহান বিজয় দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।