॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম জাতীয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ৮ বছর পেরিয়ে ৯ বছরে পদার্পণ ঘিরে পিতা-মাতার প্রতি সন্তানের শ্রদ্ধা জ্ঞাপন, বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন, মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশ, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ২০২২ সালের শ্রেষ্ঠ সাংবাদিক, ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়, পার্বত্য অঞ্চলে ৭০ দশক থেকে ২০১৬ সাল পর্যন্ত ম্যালেরিয়া নিয়ন্ত্রণে যাঁরা অবদান রাখায় এবং বৈশি^ক মহামারী করোনাকালীন সম্মুখ যোদ্ধা ও গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাঙামাটি পার্বত্য জেলাকে স্বেচ্ছাসেবী সংগঠন সংবর্ধনা, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙামাটি চারুকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মূখ্য সম্পাদক নির্মল বড়–য়া মিলনের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক জুঁই চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি জেলা লিগ্যাগ এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ, অতিরিক্তি পুলিশ সুপার জাহিদুল ইসলাম, রাঙামাটি সরকারি কলজের বাংলা বিভাগের প্রধান মাহিউদ্দিন আহম্মদ, রাঙামাটি সিভিল সার্জনের প্রতিনিধি ডা. হিরো চন্দ। অন্যান্যের মধ্যে রাঙামাটি নদী উপ কেন্দ্রের বৈজ্ঞনিক কর্মকর্তা মো. শাহীন, পার্বত্য সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাপ্তাহিক পাহাড়ের সময় পত্রিকার সম্পাদক মিল্টন বড়–য়া, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক চৌধুরী হারুনুর রশীদ, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক বিপ্লব বড়–য়া বাপ্পি, শিক্ষাবিদ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, সাংবাদিক ও গুণীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পিতা-মাতার প্রতি সন্তানরা শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর সাবেক সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা, প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, সাবেক ম্যালেরিয়া ইন্সপেক্টর মো. আরফান আলী, সাবেক সিনিয়র মেডিকেল টেকনোলোজিষ্ট (ল্যাব) সজল কান্তি বড়–য়া, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মো. সাজ্জাদ হোসাইন, সিনিয়র স্টাফ নার্স শুভ্রা রানী বড়–য়া, বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবিদা সুলতানা মিতু, মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশ এর সাধারন সম্পাদক অ্যাডভোকেট উৎপল বিশ^াস, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিআরএম) এর সংগঠনিক সম্পাদক ভীমপাল্লী ডেভিড রাজু, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইক, সাবেক ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা ও মো. আবুল কাশেমকে সম্মাননা পত্রসহ স্মারক প্রদান করা হয়।
এছাড়া বৈশি^ক মহামারী করোনাকালিন সম্মুখ যোদ্ধা হিসাবে করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন-কাফন, লাশের সৎকার করে মহামারী মোকাবেলায় বিশেষ অবদান রাখায় গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি পার্বত্য জেলা শাখাকে সম্মাননা প্রদান করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় ।