নানিয়ারচরে বিলুপ্তপ্রায় প্রজাতির গুইসাপ অবমুক্ত

184

|| নানিয়ারচর প্রতিনিধি ||

গুইসাপ সরীসৃপ জাতের প্রাণী। যার বৈজ্ঞানিক নাম ভেরানাস সালভেটর। বনাঞ্চল ধ্বংসের ফলে উপকারী এই প্রাণী টি বিলুপ্ত হতে চলেছে। নানিয়ারচরে উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় দেড় কেজি ওজনের একটি গুইসাপ অবমুক্ত করেছে বন বিভাগ।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমার বাসভবন সংলগ্ন এলাকা থেকে একটি গুইসাপ উদ্ধার করে স্থানীয়রা। বিষয়টি জানতে পেরে বন বিভাগ খবর দেন উপজেলা চেয়ারম্যান। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানদের উপস্থিতিতে গুইসাপ টি গভির জঙ্গলে অবমুক্ত করেন, বুড়িঘাট স্টেশন কর্মকর্তা চন্দন কুমার মজুমদার।

এসময় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর উপজেলা প্রেস ক্লাব সভাপতি মেহেদী ইমাম, বুড়িঘাট স্টেশনের নবাগত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবিষয়ে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা বলেন, সকালে আমার বাসভবনের পাশে একটি গুইসাপ ধরা পড়লে বিষয়টি আমি বন বিভাগ কে জানিয়েছি। এ জাতীয় প্রানী আজ বিলুপ্তির পথে। আমাদের সকলের উচিৎ বন্য প্রাণি সংরক্ষণে কাজ করা।

জানতে চাইলে চন্দন মজুমদার বলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বাসভবন সংলগ্ন এলাকা হতে উদ্ধারকৃত বন্য প্রাণি (গুইসাপ) টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এবং উপজেলা চেয়ারম্যান এর সহযোগিতায় নিকটস্থ গভির জঙ্গলে অবমুক্ত করেছি। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও নিরাপত্তা আইন ২০১২ এর ৯ধারা মোতাবেক এই প্রাণি টি অবমুক্ত করা হয়েছে।