॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে হযরত শাহ ছুফী ধনা মিয়া ফকির মামা (রহমতুল্লাহি আলাইহি) এর ৫২ তম বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বরকল উপজেলাধীন সুবলংয়ে অবস্থিত সুবলং শাহী দরবার শরিফে এ ওরশ অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় এবারও রাঙামাটি কেন্দ্রীয় বাস টার্মিনাল ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে শহরের বিভিন্ন স্থানের ৪শতাধিক ভক্ত ওরশে অংশ নিয়েছে।
বৃহস্পতিবার বাদে ইশা ঐতিহ্যবাহী এ ওরশে যাত্রার পূর্বে কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন ও জাতীয় শ্রমিকলীগ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শামসুল আলম।
এসময় জেলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মদ, রাঙামাটি কেন্দ্রীয় বাস টার্মিনাল ওরশ পরিচালনা কমিটির সভাপতি মো. সজল, সহ-সভাপতি মো. মানিক, সাধারণ সম্পাদক মো. ইউসুফ, অর্থ-সম্পাদক তপন দেব, প্রচার সম্পাদক মো. বাসেক, চট্টগ্রাম-রাঙামাটি বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কানু মজুমদার, অর্থ-সম্পাদক আলতাফ হোসেন, সদস্য মো. লোকমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওরশে মিলাদ মাহফিলের পর কাওয়ালী গান পরিবেশন করা হয়। পরে মোনাজাত ও তবরুক বিতরণের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শেষ হয়।