কেন্দ্রীয় ঘোষণায় রাঙামাটিতে বিএনপির বিশাল শো-ডাউন

247

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়ন এবং খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গণ মিছিল করেছে রাঙামাটি জেলা বিএনপি। শনিবার বিকালে পৌরসভা প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনরুপায় গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নূর নবী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বির, জেলা জাসাস সভাপতি মো. কামাল হোসেন, তাঁতীদলের সভাপতি আনোয়ার আজিম, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক পনেন্দু চাকমা।

এসময় সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনিরসহ মহিলা দল, কৃষকদল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ভোট বিহীন অগণতান্ত্রিক আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় আছে। দিন দিন ক্ষমতার লোভ বিরোধী পক্ষের মানুষের উপর নির্মম নির্যাতন জেল জুলুম শুরু করেছে। জনগণকে সাথে নিয়ে দ্রুত এই জালিম সরকারকে ক্ষমতা থেকে বিতারিত করা হবে বলেও হুশিঁয়ারী দেন বক্তারা।