॥ স্টাফ রিপোর্টার ॥
খৃস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে রাঙামাটির খ্রীস্টান পল্লীগুলোতে রোববার ছিল উৎসবের আমেজ। উৎসব ঘিরে পাহাড়ি এ জনপদের খ্রীস্টান ধর্মালম্বীদের মধ্যে চলছে নানা আয়োজন। বড়দিন উপলক্ষে গির্জাগুলোকে ফুল দিয়ে আকর্ষণীয় নানান রঙে সাজানো হয়েছে। গতকাল সন্ধ্যায় রাঙামাটি শহরের বন্ধু যীশু টিলায় ক্যাথলিক গীর্জায় সমবেত প্রার্থনার মধ্যে দিয়ে উৎসবে শুরু হয়। সমবেত প্রার্থনায় রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে খ্রীষ্টান ধর্মাবলমীরা অংশগ্রহণ করেন।
রোববার সকাল থেকে রাঙামাটি শহরের আসামবস্তী নির্মাল গির্জাসহ রাঙামাটি ডিসি বাংলো গির্জাসহ বিভিন্ন গির্জায় গির্জায় চলে ধর্মীয় অনুষ্ঠান।
যীশুর জন্মদিনে ধর্মীয় অনুষ্ঠান শেষে চলে বিভিন্ন বাড়ীতে বাড়ীতে উৎসব। বিভিন্ন সুস্বাধু খাবার দিয়ে অতিথি আপ্পায়ন।
বড়দিন উদযাপনে পাহাড়ের খ্রীষ্টান পল্লীগুলোতেও চলছে উৎসবের আমেজ। রাঙামাটিসহ কাপ্তাই চন্দ্রঘোনা ও বিলাইছড়ির পাংখো পাড়ায় খ্রীষ্টান ধর্মাবলম্বী পাংখো ও খিয়াং সম্প্রদায়ের মানুষ বড়দিন উদযাপন করতে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করেছে।
রাঙামাটি ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার মাইকেল রয় বলেন,দেশের উন্নয়ন, সমৃদ্ধির পাশাপাশি পাহাড়ের শান্তি পরিস্থিতিতে সকল মানুষ যাতে সুস্থ ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করতে পারে প্রভু যীশুর জন্মদিনে এমনটাই প্রার্থনা।