॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
সারাদেশের ন্যায় জুরাছড়ি উপজেলায় আজ শুক্রবার পানছড়ি ভুবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুষ্ঠু ভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২ টায় পরীক্ষা শেষ হয়। এতে ৬১ প্রাথমিক বিদ্যালয়ের ৯৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ সহ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, রিসোর্স কর্মকর্তা মোরশেদুল আলম।
কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মৃদুলকান্তি চাকমা, হলসুপার হিসেবে দায়িত্ব পালন করেন রিপন চাকমা, সহকারি হল সুপার ছিলেন হিরন বিজয় চাকমা।