॥ স্টাফ রিপোর্টার ॥
গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলার প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের রিজার্ভমূখস্থ খানকা শরীফে অনুষ্ঠিত সাধারণ সভায়বক্তারা বলেন, আনজুমানের একটি অঙ্গ সংগঠন গাউসিয়া কমিটি।
রাঙামাটিতে কতিপয় ব্যক্তি আনজুমানের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন- এরকম দুঃসাহস দেশের কোথাও কেউ কখনো কল্পনাও করতে পারেনি।
আনজুমান নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা এই ধরনের ঘটনাকে নজিরবিহীন ও ন্যাক্কারজনক উল্লেখ করে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। যারা এই হীন কাজের সাথে জড়িত তাদের সাথে আনজুমান ও গাউসিয়া কমিটির সাথে কোন সম্পর্ক থাকতে পারেনা।
অতীতেও গাউসিয়া কমিটির কর্মকান্ড পরিচালনা করতে গিয়ে এদের অনেকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এরা চিহ্নিত অপরাধী এবং এদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকারও আহবান জানান বক্তারা।
জেলা গাউসিয়া কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ মনসুর আলীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক হাজী আবদুল করিম খানের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি হাজী মোঃ জানে আলম সওদাগর, আবদুল হালিম ভোলা সওদাগর, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দ, যুগ্ম-সম্পাদক মোঃ আখতার হোসেন চৌধুরী, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, অর্থ সম্পাদক হাজী নাছির উদ্দিন, কাউখালী উপজেলা সভাপতি মোঃ ইসহাক সওদাগর।
সভায় আগামী ৪জানুয়ারি মাসিক গেয়ারভী শরীফ ও আনজুমানের সাথে সামঞ্জস্য রেখে মা ছাহেবানের চাহলাম শরীফ দযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।