মঈন উদ্দীন বাপ্পী- ২ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : শুক্রবার রাঙামাটি সফরে আসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি’র সম্মানে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে রাঙামাটি জেলা প্রশাসন। সন্ধ্যায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে অনুষ্ঠিত রাঙামাটি পাহাড়ি ঐতিহ্যমন্ডিত সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মন্ত্রীর সম্মানে বিরোচিত সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
“শুনো একটি মুজিবরের কণ্ঠে লক্ষ মুজিবরের ধ্বনী- প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে ধ্বনী, বাংলাদেশ আমার বাংলাদেশ” বলে গণসংগীতের মাধ্যমে মন্ত্রীকে সাংস্কৃতিক সন্ধ্যার সুরের মূর্ছনা উপহার দেয় রাঙামাটির স্থানীয় শিল্পীরা। কয়েকটি গণ সংঙ্গীত পরিবেশনের পরই মন্ত্রী মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি আবেগ আপ্লেুত হয়ে পড়েন।
‘পার্বত্য চট্টগ্রাম বৈচিত্রময় বাংলাদেশের এক অনন্য উদাহরণ। পার্বত্য অঞ্চলে আসলে আমার মনটা অত্যন্ত মনমুগ্ধকর হয়ে পড়ে। এই অঞ্চলের নানা জাতির বসবাস, এতো বৈচিত্রময় জাতিগোষ্ঠীর মিলন মেলা পৃথিবীর আর কোন অঞ্চলে দেখা যায় না। আমি চাই এ অঞ্চল শান্তিময় হোক এবং বৈচিত্রের চিত্ত তুলে ধরে বাংলাদেশসহ সারা পৃথিবীর কাছে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করুক। শান্তি, সৌহর্দ আর সৌভ্রাতৃত্বের মাধ্যমে এ অঞ্চলের সকল জাতি-গোষ্ঠি শান্তির বাতাবরণ সৃষ্টি হোক এই প্রত্যাশা করছি।’ এমন প্রতিক্রিয়া ব্যক্ত করে সাংস্কৃতিক পরিবেশনাশেষে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবায়ন হতে চলেছে। আজকে আমাদের দেশে প্রবৃদ্ধি বিশ্বের তৃতীয় স্থানে আছে বলে মন্তব্য করে তিনি বলেন, ২০১৬ সালের মধ্যে আমাদের দেশ চীনের প্রবৃদ্ধির হারকে অতিক্রম করবে। আমাদের বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলে বাংলাদেশ দিন দিন অথনৈতিক সমৃদ্ধিশালী দেশে পরিণত হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের আর পিছনে ফিরে তাকানোর সময় নেই। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগিয়ে যাচ্ছে বাঙালী। যাদের বিনিমিয়ে আমাদের এই সোনার বাংলা পেয়েছি তাদের কাছে আমারা চিরঋণী। তাদের ঋণ আমরা কোনদিন শোধ করকে পারবো না। নতুন বছরে আমি তাদের সশ্রদ্ধ চিত্তে ম্মরণ করছি।
জেলা প্রশাসক সামসল আরেফিনের সভাপতিত্বে এসময় বিশেষ অথিতির বক্তব্য রাখেন ২৯৯ রাঙামাটি আসনের জাতীয় সংসদ সদস্য উষাতন তালুকদার, সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এবং রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রনাল্ট পিন্টু প্রমুখ।
পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধা