নতুন বছর ঘিরে হিলফুল ফুজুলের নাতে মোস্তফা মাহফিল

118

॥ স্টাফ রিপোর্টার ॥

একটি ইসলামিক আদর্শ অরাজনৈতিক সামাজিক হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে এসএসসি পরিক্ষায় (এ প্লাস) পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন বছরে নতুন ক্লাসে উত্তীর্ণ পরিক্ষার্থীদের জন্য দোয়া এবং ২০২৩ ইংরেজী নতুন বছরের আগমন উপলক্ষে নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদে মাগরিব কাঁঠালতলী মসজিদ সংলগ্ন গোডাউন মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন- ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন।

এসময় গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহী শিকদার, অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, বনরূপা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সুলতান মাহমুদ ক্বাদেরী, কাঁঠালতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সেকান্দর হোসের রেজভী, তৈয়্যাবিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মো. আকতার হোসেন চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাওলানা মো. সেলিম এর সঞ্চালনায় আয়োজক কমিটির সভাপতি আব্বাস উদ্দীন, হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি আল আমিন ইসলাম তোফা, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মো. আবু তাহের ও কায়সার মাহামুদ, অর্থ সম্পাদক আব্দুল মান্নান, সদস্য নুর মোহাম্মদ তালুকদার সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাদে ইশা অতিথিরা এসএসসি পরিক্ষায় (এ প্লাস) পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এরপর শায়ের নাঈম রেজা আল ক্বাদেরী, সাকিব রেজা ক্বাদেরী, সাঈদ রেজা ক্বাদেরী, রিয়াজ রেজা ক্বাদেরী ও সাকি কাওসার ক্বাদেরী নাতে মোস্তফা পেশ করেন। পরে দোয়া ও তবারুক বিতরণের মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়।