॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
বিলাইছড়িতে জেলা পরিষদ কর্তৃক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, কেংড়াছড়ি ও ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামাচরণ মারমা (রাসেল) ও বিদ্যালাল তঞ্চঙ্গ্যাসহ আওয়ামীলীগ এর বিভিন্ন অঙ্গসঙ্গঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার ৪ ইউনিয়নে মোট ২৭০ টি কম্বল বিতরণ করা হয়েছে। তার মধ্যে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০০ টি, বিশেষ চাহিদা সম্পন্নদের ১০ টি এবং দরিদ্র ও দুঃস্থদের জন্য ১৬০ টি।