কাউখালীতে ৩ ইটভাটা শ্রমিক অপহরণ মামলায় আটক-২

182

॥ কাউখালী প্রতিনিধি ॥

রাঙামাটির কাউখালী উপজেলার তারাবুনিয়া খাজা গরীবে নেওয়াজ ইটভাটা থেকে শ্রমিক অপহরণ মামলায় ২ জনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ।

কাউখালী থানা সূত্রে জানাযায়, উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের তারাবুনিয়া এলাকার খাজা গরীবে নেওয়াজ ইটভাটা হতে গত ২৭ ডিসেম্বর ভোর রাতে মোঃ জিয়াউর রহমান, মোঃ আহসান উল্লাহ ও মোঃ মোসলিম নামে ৩জন শ্রমিককে অপহরণ করে উপজাতি স্বশস্ত্র গ্রুপ। অপহরণের পর ইটভাটা মালিকের থেকে ৩০লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে সন্ত্রাসীরা। এ ঘটনার প্রেক্ষিতে ইটভাটার মালিক মো. ফারুক মিয়া বাদী হয়ে ২৯ ডিসেম্বর কাউখালী থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মামলার পর তদন্তে নেমে কাউখালী থানা পুলিশ মোবাইল ট্রেকিং এর মাধ্যমে সন্দেহভাজন ২জনকে শনিবার ভোর রাতে কাপ্তাই চন্দ্রঘোনার পাহাড়ী এলাকা থেকে আটক করে কাউখালী থানায় নিয়ে আসেন। আটককৃতরা হলেন- ১) ক্যমং মারমা, (২২) পিতা, আদোঅং মারমা, সাং- বিনাজুরী পাড়া, লক্ষিছড়ি, খাগড়াছড়ি। ২) উক্যওয়ি মারমা, পিতা, মংলু মারমা, সাং- রোয়াজা পাড়া, বান্দরবান সদর, বান্দরবান। এ ঘটনায় কাউখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে থানার ওসি পারভেজ আলী জানান- আটককৃতদের রোববার রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো জানান। পরে আটককৃত দুই জন কে আজ (রবিবার) রাংগামাটি জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হবে বলে কাউখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোঃ পারভেজ আলী জানান। অপহৃত ৩ শ্রমিককে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।