॥ এম.নাজিম উদ্দিন ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাউখালী উপজেলাধীন ঘাগড়া কলেজের সংস্কারকৃত ভবন এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এর শুভ উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রামউন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। রোববার (১ জানুয়ারি) ফিতা কেটে তিনি এই উন্নয়ন কাজের শুভ উৃদ্বোধন করেন।
এ সময় চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, উন্নয়ন বোর্ড প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষা সংক্রান্ত বিষয়কে প্রাধান্য দেওয়ার চেষ্ট করে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ হলো পাহাড়ের প্রতিটি প্রত্যন্ত এলাকার শিশুরাও যেন নির্বিঘেœ লেখাপড়া করে আলোকিত মানুষ হতে পারে। চেয়ারম্যান বলেন প্রধানমন্ত্রী চান শিক্ষার আলোয় আলোকিত হয়ে পাহাড়ের প্রতিটি শিশু দেশপ্রেমিক হয়ে গড়ে উঠুক এবং সন্ত্রাস ও সংঘাতের পথ পরিহার করে সু নাগরিক হিসেবে জীবন যাপন করুক।
এসময় উপস্থিত ছিলেন ঘাগড়া কলেজের প্রতিষ্ঠাতা সদস্য তিরাজ চন্দ্র চাকমা, চট্টগ্রামউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা,উপ-সহকারী প্রকৌশলী সুমেশ চাকমা,স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ,আওয়ামীলীগ নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দসহ সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।