॥ কাউখালী প্রতিনিধি ॥
রাঙামাটির কাউখালী উপজেলা পুষ্টি সমম্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা সভা মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি আরএমও ডাঃ ইফতেখার হোসেন ফরহাদ, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ সোলাইমান সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা মৎস্য অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ আরিফুল হক মাহবুব, সহ-সভাপতি মোঃওমর ফারুক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন, বেতবুনিয়া ইউপি সচিব মোঃ কবির আহমদ, কলমপতি ইউপি সদস্য স্মৃতি দেবি চাকমা, লীন এনজিওর প্রতিনিধি নন্দন দেওয়ান, সুপন চাকমাসহ কমিটির সকল সদস্যরা।
লীন এনজিওর সহযোগিতায় ও কাউখালী উপজেলা পুষ্টি সমম্বয় কমিটির আয়োজনে এই বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।