॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশাল শোডাউন দিয়েছে জেলা ছাত্রদল। সোমবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণ হতে শত শত নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা, এসএসসি পরিক্ষার্থীদের সংবর্ধনা ও সাবেক ছাত্রনেতাদের সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠানে মিলিত হয়।
আলোচনা সভায় জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। প্রধান বক্তা ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে- জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকুর সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, স্বাগত বক্তব্য রাখেন- জেলার সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দীন। অন্যান্যের মধ্যে জেলা মহিলা দলের সভাপতি নুর জাহান পারুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জাসাস সভাপতি মো. কামাল হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলুসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদলের জন্ম হয়েছিলো, স্বৈরাচার পতনসহ সব আন্দোলনের অগ্রভাগে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমান সরকার প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। এই অবৈধ সরকারকে হটাতে সব আন্দোলনে ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানান তিনি।
পরে প্রধান অতিথি অ্যাডভোকেট দীপেন দেওয়ান সাবেক ছাত্রনেতা- অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, ফজলুর রশিদ সেলিম, মাহবুবুল বাসেত অপু, আবু সাদাৎ মো. সায়েম এর পক্ষে মো. নাজিম উদ্দীন, জাহাঙ্গীর আলম তালুকদার, আবুল হোসেন বালি ও মো. জসিম উদ্দীনের হাতে সম্মাননা স্বারক তুলে দেন। এরপর অর্ধ-শতাধিক এসএসসি পরীক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।