কাউখালী আল হেরা মহিলা মাদ্রাসায় নতুন সবক অনুষ্ঠান

85

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলা সদরে টিএনটি এলাকায় নব প্রতিষ্ঠিত আল-হেরা মহিলা মাদ্রাসার এসলাহী বয়ান সবক প্রদান ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৫জানুয়ারী) সকাল নয়টায় মাদ্রাসা আয়োজিত মবক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী মোঃ সিরাজ উদ্দিন কাউসার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সহকারী মুহতামিম মুফতি জসিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ সভাপতি মাওলানা শরিয়ত উল্লাহ, ওলামা পরিষদ সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর ছিদ্দিক, রাঙামাটি কোর্ট বিল্ডিং জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাশেম, আল-হেরা মহিলা মাদ্রাসা শুরা কমিটির উপদেষ্টা মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল।

এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা শাখার ওলামা কল্যান ফাউন্ডেশন সভাপতি মাওলানা মোঃ আব্দুর রহিম, কাউখালী আল- হেরা মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক মাওলানা মোহাম্মদ সানা উল্লাহ, মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ বশির মিয়া ( লিডার), সমাজ সেবক মোঃ আক্তার হোসেন (আর্মি), মাওলানা আবুল হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা হাবিব উল্লাহ,মাওলানা মুহাম্মদ মুছা,হাফেজ মোঃ মামুন, মেহেদি হাসান, মোঃ মহি উদ্দিন,আব্দুল আজিজ,আব্দুর রহমান,মোঃ শহিদুল ইসলাম সহ মাদ্রাসার সকল শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।