রাঙামাটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে ফার্নিচার বাহক সমিতির সাক্ষাৎ

81

॥ স্টাফ রিপোর্টার ॥

নিবন্ধন পাওয়ার পর রাঙামাটি ফার্নিচার বাহক শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড এর নেতৃবৃন্দ জেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। এর পাশাপাশি তারা নিবন্ধন পেতে সার্বিক সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বুধবার (৪ জানুয়ারি) সমিতির নেতৃবৃন্দ খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তারা দীপংকর তালুকদার এমপি কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য পদ পাওয়ায় সম্মাননা ক্রেস্ট প্রদান করে। এর আগে গত ২৮ ডিসেম্বর বুধবার তারা জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সমিতির নেতৃবৃন্দ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভচ্ছা জানান। একই দিন তারা রাঙামাটি পৌরসভার মেয়র আকর হোসেন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তারা পৌরসভার সকল কাউন্সিলরদের সাথে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।

বুধবার (২৮ ডিসেম্বর) সমিতির নেতৃবৃন্দ রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। অপরদিকে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সমিতির নেতৃবৃন্দ জেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য্যরে সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তারা নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করায় সমবায় কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সমিতির নেতৃবৃন্দ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) জাতীয় শ্রমিক লীগ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র জামাল উদ্দিন, সমিতির সভাপতি আবু বক্কর লিটন,সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জেকেএম হিরো তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, দপ্তর সম্পাদক ফারুক আহম্মদ তালুকদার (বিপু) সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে সকলেই রাঙামাটি ফার্নিচার বাহক শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড এর আগামী দিনের পথচলায় সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।