॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাজস্থলী উপজেলায় বেড়েই চলেছে শীতের প্রকোপ। এ অবস্থায় শীতার্তদের পাশে পাশে প্রধানমন্ত্রীর দেয়া কম্বল বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার রাতে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ মধ্যরাতে শীতার্ত মানুষের ঘরের দরজায় কড়ানেড়ে কম্বল বিতরণ করেন নোয়াপাড়া, তালুকদার পাড়া, হাজি পাড়া, বড় কুইক্যাছড়ি, ছোট কুইক্যাছড়ি সহ বিভিন্ন এলাকায়।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, পাহাড়ী অঞ্চলে শীতকালে রাত ৯ টা মানে গভীর মধ্যরাত।বেশিরভাগই পাহাড়ে বসবাসরত খিয়াং সম্প্রদায় জুমচাষ করে দিনযাপন করা মানুষগুলোর দিন শুরু হয় কাকডাকা ভোরে। ছিন্নমুল বা গরীব মানুষগুলোকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উষ্ণতার পরশ গায়ে জড়িয়ে দিতেই তাদের হাসিটা প্রাণ কেড়ে নেয়। দুহাত তুলে তারা প্রার্থনা করেন সৃষ্টিকর্তার কাছে।
কম্বল বিতরণে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, কুইক্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাইথুইঅং খিয়াং সহ সংশ্লিষ্ট ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।