॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটি জেলার নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে রাঙামাটি সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নিবন্ধিত জেলে কার্ড ধারি ১০ জন মৎস্যজীবীর মাঝে জন প্রতি ০৬ টি করে মোট ৬০টি ছাগল বিতরণ করা হয়।
এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙামাটি সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা লেনিন দে সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মৎস্য জীবীদের মাঝে ছাগল বিতরণ কালে বক্তারা বলেন, বর্তমান সরকার পার্বত্য বাসীর জন্য কাজ করে যাচ্ছে। এখানকার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করা সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পার্বত্য জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় আজ মৎস্য জীবীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বছরের নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ থাকে তখন তাদের আয় রোজগার থাকে না। তার বিকল্প আয়ের জন্য এসব ছাগল দেওয়া হয়েছে। উদ্দেশ্যে হলো ছাগলগুলো পালন করে তারা যেন আয় বাড়াতে পারে। মহস্য বিভাগ জানিয়েছে পর্যায়ক্রমে তিন পার্বত্য জেলায় ৩৬শ’ নিবন্ধিত জেলেকে এই প্রকল্পের আওতায় আনা হবে।