॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের রিজার্ভমুখ ডিসি বাংলো রোডে আসহাবে সুফফাহ নূরানী মাদরাসার শিক্ষা কার্যক্রম শুরু ও মাদরাসার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মাদরাসার শুভ উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, রিজার্ভ মুখ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আহমদ নূর উপস্থিত ছিলেন।
মাদরাসা পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মঈন উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য সচিব সোহরাব হোসেন শামীম, মাদরাসার পরিচালক এবং রিজার্ভ মুখ জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. সিরাজুল ইসলাম,কালেক্টরেট জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।