রাজস্থলীতে সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

78

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাঙামাটি কাপ্তাই ৫৬ ব্যাটালিয়ন রাজস্থলী সাব জোনের ব্যবস্থাপনায় শান্তি-সম্প্রীতি উন্নয়নে উপজেলার ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়ার উপজাতীয় ও অপজাতীয় সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০ টা হতে দুপুর ১১ টা পর্যন্ত প্রায় ৪০ পরিবার অসহায় দুঃস্থদের মাঝে (শীতবস্ত্র) বিতরণ করা হয়।

অটল ৫৬ বেঙ্গলের জোন অধিনায়ক লেঃ কর্ণেল নূরেউল্লাহ এর দিক নির্দেশনা মোতাবেক শীত বস্ত্র বিতরণ করেন রাজস্থলী সাবজোন কমান্ডার ক্যাপ্টেন সায়েম। বিতরণ কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাম্প জে সিও সিনিয়র ওয়ারেন্ড অফিসার আকরাম, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, বার্তাপোষ্ট রির্পোটার হাবীবুল্লাহ মেজবা প্রমুখ। এসময় শিশু,বয় বৃদ্ধ নারী পুরুষ শীতবস্ত্র গ্রহণ করেন। ক্যাম্প কমান্ডার জানান,সেনাবাহিনী সব সময় অসহায়দের পাশে ছিল এবং থাকবে।