খাগড়াছড়িতে কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

97

॥ আল-মামুন খাগড়াছড়ি ॥

খাগড়াছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি ২০২৩) দুপুরে নয়মাইল ত্রিপুরা পাড়া এলাকায় রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম প্রকল্পের উদ্বোধন করেন ভারত প্রত্যগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিতমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের জনস্বাস্থ্য প্রকৌশল আধিদপ্তরের আহ্বায়ক কমিটির সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল ও খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল আধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়–য়া,পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা,শতরূপা চাকমা,নিলোৎপল খীসা,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ^জিত রায় দাশ,কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ও দীঘিনালা ইউপি চেয়ারম্যান মো: কাশেম,মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি প্রমূখ।

প্রায় এক কোটি টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০ হাজার লিটার ধারণ ক্ষমতার একটি জলাধারের মাধ্যমে ৭ হাজার ৭শ ৮৫ মিটার সংযোগের মাধ্যমে ৯ মাইল এলাকার ২শ ৫০ পরিবারকে বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করেছে বলে সূত্র জানায়।

পরে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে ঠিকাদারদের সহায়তায় ৩ শতাধিক স্থানীয় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথিসহ আগত অতিথিরা।