এশিয়া ছিন্নমূল ফাউন্ডেশন মানবাধিকার সম্মাননা দিলো মকছুদ আহমেদকে

98

॥ স্টাফ রিপোর্টার ॥

দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমি পত্রিকার প্রকাশক ও সম্পাদক একেএম মকছুদ আহমেদকে মানবাধিকার সম্মাননা পত্র প্রদান করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। গত ৩০ ডিসেম্বর ঢাকায় “স্মার্ট বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনা” প্রতিপাদ্যে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আয়োজিত ‘ভাসমান মানুষের উন্নয়নে মানবাধিকার কর্মীদের করণীয়’ শীর্ষক সেমিনারে একেএম মকছুদ আহমেদকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে ভাষা সৈনিক একেএম মকছুদ আহমেদকে “ভাষা আন্দোলন ও পাহাড়ের সংবাদ প্রকাশ” এ বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কর্তৃক মানবাধিকার সম্মাননা পত্র প্রদান করা হয়।

শনিবার (০৭ জানুয়ারি) একেএম মকছুদ আহমেদ’র হাতে সংস্থাটির পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা পরিচালক মো. নাছির উদ্দিন ও কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শরিফ জিন্নাহ মানবাধিকার সম্মাননা পত্রটি তুলে দেন।