রাঙামাটিতে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে আলোচনা

110

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ১০ দফা দাবী ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা বিএনপির দলীয় কার্যালয় মিলনায়তনে বিশ্লেষণমূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল,
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহি, সাংবাদিক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি মঈন উদ্দীন। আলোচনায় জেলা বিএনপির আওতাধীন ১০ উপজেলা ও ২ পৌরসভা কমিটির- সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, জাসাস, মহিলাদল, শ্রমিকদল, তাঁতীদল, কৃষকদল, ওলামা দল ও মৎস্যজীবি দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন- শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যা করে। তাই এ দেশে গণতন্ত্র পুণরুদ্ধার করতে অবৈধ ফেসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটাতে হবে। এতের পতন ঘটাতে পারলেই গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠিত হবে। বক্তারা আরো বলেন- পার্বত্য অঞ্চলসহ দেশের মানুষ ভালো নেই, দেশের জনগণের উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে এ সরকার আবারো ক্ষমতার মসনদে বসতে চায়। আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে জোরালো আন্দোলন রাঙামাটি থেকে শুরু করারও ঘোষণা দেন বক্তারা।