॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার হোম সিস্টেম বিতরণ করেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
বক্তব্যে নিখিল কুমার চাকমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী জুরাছড়ি উপজেলার বিদ্যুৎ বিহীন এলাকায় প্রথম বারের মত ৩ ইউনিয়নে ১২৬১ টি হোম সিস্টেম সোলার বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে জুরাছড়ি উপজেলায় সম্প্রতি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে, ভবিষ্যতে ও করা হবে। এসব উন্নয়নের অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই আগামীতেও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকায় ভোট দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে সকাল ১০ টায় জুরাছড়ি উপজেলায় পৌঁছানোর পর জুরাছড়ি থানা মসজিদ, অফিসার ডরমেটরি উদ্বোধন করেন নিখিল কুমার চাকমা। সোলারহোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে জ্ঞান মিত্র চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন ও প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনুর অর রশিদ, জুরাছড়ি জোন প্রতিনিধি ক্যাপ্টেন মোশাররফ, উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ, ওসি মোহাম্মদ শফিউল আজম। এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সরকারী প্রকৌশলী মিসেস ত্রয়া সরকার। স্বাগত বক্তব্য রাখেন জুরাছড়ি ইউনিয়ন আওয়ামিলীগ সাবেক সভাপতি সিন্ধু প্রিয় চাকমা, সাবেক চেয়ারম্যান চারু বিকাশ চাকমা।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যরা উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।