কাউখালীতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমম্বয় কমিটির সভা

132

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলা নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমম্বয়ক কমিটির এক সভা বৃহস্পতিবার (৫জানুয়ারী/২৩) সকাল ১১টায় উপজেলা নিবাহী অফিসার কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া।

এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ গাজিউল হক, উপজেলা মৎস্য অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ সোলাইমান সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাবুদ্দিন হোসাইন, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরুণ প্রকাশ চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চাকমা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ নুরুল আবসার,উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক, মোঃ ইউসুফ সহ কমিটির সকল সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাংগামাটি নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ।
পরে আলোচনা সভা শেষে সভায় নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।