রাঙামাটিতে দাওয়াতে খায়রের পুরুষ ও মহিলা ইজতিমা

117

॥ স্টাফ রিপোর্টার ॥

গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার ব্যবস্থাপনায় রাঙামাটিতে দাওয়াতে খায়রের ইজতিমা অনুষ্ঠিত হয়েছে। শহরের রিজার্ভ মুখস্থ খানকা শরীফে এই ইজতিমা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে প্রথমে মহিলাদের অংশগ্রহণে ও রাতে পুরুষদের অংশগ্রহণে ইজতিমা অনুষ্ঠিত হয়। প্রায় আট শতাধিক মহিলার উপস্থিতিতে অনুষ্ঠিত ইজতিমায় মহিলা প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করেন।

রাতে একই স্থানে অনুষ্ঠিত দাওয়াতে খায়র ইজতিমায় প্রশিক্ষণ প্রদান করেন দাওয়াতে খায়র কেন্দ্রীয় প্রধান প্রশিক্ষক মাওলানা ইমরান হোসেন আল ক্বাদেরী।

এসময় উপস্থিত ছিলেন জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি হাজী জানে আলম সওদাগর, আবদুল হালিম ভোলা সওদাগর, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দ, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আখতার হোসেন চৌধুরী, জেলা আহলে সুন্নাতের সভাপতি মাওলানা এম এ মুস্তফা হেজাজী, জেলা গাউসিয়া কমিটির সহ সাধারণ সম্পাদক হাজী আবদুল করিম খান, অর্থ সম্পাদক হাজী নাছির উদ্দিন, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শফিউল আলম আল ক্বাদেরীসহ অন্যান্যরা। উভয় প্রশিক্ষণে মৃতের গোসল ও কাফন হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।