॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটির রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া এলাকায় পাথর বোঝাই ট্রাক-সড়কের মাঝ পথে উল্টে গিয়ে সড়কের দুই পাশের যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে বড় ধরণের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) রাত ১০ টায় রাজস্থলী চন্দ্রঘোনা সড়কের লংগদু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার সীমান্ত সড়কের ফারুয়া ও ধুমধুমিয়া রাস্তার কাজে ব্যবহারের জন্য এ পাথর আনা হচ্ছে। দুর্ঘটনা বসত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়া সড়কের মাঝপথে পড়ে যায়। ফলে সড়কের মাঝ পথে ট্রাকটি পড়ে থাকায় বড় গাড়ী চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছে। সড়কের এক পাশ দিয়ে কোন রকম মোটর সাইকেল চলাচল করছে।
এ ব্যাপারে সড়ক এ জনপদের সহকারি প্রকৌশলীর মোবাইল ফোনে একাধিক বার ফোন দেওয়ার পর তিনি ফোন রিসিভ করেনি। অপর দিকে যানচলাচলে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ২৬ ইসিবির সেনাবাহিনীর সদস্যরা।