পার্বত্য কাব্য’র ৫ম প্রতিষ্ঠা বর্ষিকী ঘিরে সাহিত্য উৎসব ও গুণীজন সম্মাননা

299

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলা সাহিত্য প্রচার, প্রসার ও নতুন লেখক সৃৃষ্টিতে কাজ করবো একসাথে প্রতিপাদ্যে রাঙামাটিতে পার্বত্য কাব্য’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, আন্তর্জাতিক সাহিত্য উৎসব ও গুনিজন সম্মাননা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের মাঝেরবস্তি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন- পার্বত্য কাব্যের প্রধান উপদেষ্টা কবি হাসান মনজু।

পাব্যত্য কাব্য’র স্যভাপতি কবি কাছেন রাখাইনের সভাপতিত্বে ও কবি এইচএম আলাউদ্দীন, শ্যামল দে, সুব্রত রায়, ফেরদৌসী আক্তার নদী ও নাছরিন আক্তারের সঞ্চালনায় প্রধান বক্তা আলোচক ছিলেন- একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক হরি শংকর জলদাস।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ বেতার রাঙামাটির আঞ্চলিক পরিচালক মো. সেলিম, চলচিত্র অভিনেতা ও সংগঠক এবিএম সোহেল রশিদ, ভারত হতে আগত কবি শিমলী চৌধুরী, পার্বত্য কাব্য’র উপদেষ্টা মুন্সি কবির, রাব্বানী সরকার, শোক প্রস্তাব উপস্থাপন করেন- কবি হাসান শরিফ, স্বাগত বক্তব্য রাখেন কবি সুব্রত রায়।

দ্বিতীয় অধিবেশনে ভারত পশ্চিমবঙ্গের পার্বত্য কাব্য অনলাইন পরিচালক কবি চন্দাবলি বন্দোপাধ্যায়’র সভাপতিত্বে ও পার্বত্য কাব্য’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন- ছড়াকার শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানি। বিশেষ অতিথি ছিলেন- প্রাক্তন সংসদ সদস্য ও পার্বত্য কাব্য’র উপদেষ্টা ফিরোজা বেগম চিনু।

বক্তব্য রাখেন-ভারত হতে আগত কবি মুকুল চক্রবর্তী, গবেষক ও দৈনিক দেশজগৎ এর সম্পাদক মাহমুদুল হাসান নিজামী, পার্বত্য কাব্য’র প্রধান সমন্বয়ক নিলয় চৌধুরী, ভারত হতে আগত অধ্যাপক মতিউর রহমান, কবি ও লেখক ফারুক জাহাঙ্গীর। এসময় কবি প্রবীর কুমার চৌধুরীর বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে রাঙামাটিসহ বাংলাদেশের বিভিন্ন জেলার পাশাপাশি পার্শ¦বতী দেশ ভারতের কবিরাও অংশ নেন। শেষে গুনিজন ও কবিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।