ছাত্রসেনার প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আলোচনা ও পুরস্কার বিতরণ

126

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হামদ, নাত প্রতিযোগিতা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রসেনার উদ্যোগে শনিবার সকালে রাঙামাটি প্রেসক্লাবে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের মজলিশে সুরা সদস্য ও রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক সাব্বির আহমদ ওসমানী। উদ্বোধক ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী।

জেলা ছাত্রসেনা সভাপতি হাফেজ তানজিলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় ছাত্রসেনার সহ সভাপতি মোঃ আলী আকবর। বিশেষ আলোচক ছিলেন কেন্দ্রীয় ছাত্রসেনার কার্য নির্বাহী সদস্য এনামুল হক মুন্না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবসেনা সভাপতি মোঃ আলী খাঁন, সিনিয়র সহ সভাপতি মোঃ আলমগীর, সাধারণ সম্পাদক ইয়াছিন রানা সোহেল, কাপ্তাই উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকির হোসেন, পৌর সাধারন সম্পাদক মোঃ তারেক আজিজ। পরিচালনা করেন জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক মোঃ সাকিব। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।