নানিয়ারচরে তৃতীয় লিঙ্গের ছুরিকাঘাতে নারী আহত

110

মেহেদী ইমামঃ

রাঙামাটির নানিয়ারচরে ১০টাকার জন্য তৃতীয় লিঙ্গ (হিজড়া) কর্তৃক ছুরিকাঘাতে তুষিতা চাকমা নামে এক মাছ বিক্রেতা কআহত হয়েছেন।

বুধবার (১লা ফেব্রুয়ারি) দুপুরে নানিয়ারচর উপজেলা সদরের সাপ্তাহিক হাটে মাছ বিক্রির সময় অজ্ঞাত এক হিজড়া তুষিতা চাকমার (৩৫) কে ছুরিকাঘাত করে।

এতে তুষিতা চাকমার ২হাত, গলা ও গাল কেটে রক্তক্ষরণ হয়। সে ২নং নানিয়ারচর সদর ইউনিয়নের সাপমারা এলাকার বাসিন্দা।

এসময় ২নং নানিয়ারচর সংরক্ষিত আসনের ইউপি সদস্য মিতা চাকমা ও স্থানীয়দের সহায়তায় তাকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

তুষিতা চাকমা জানায়, দুপুরে এক হিজড়া তার নিকট ১০টাকা চাঁদা দাবি করে। মাছ বিক্রি না হওয়ায় সে কিছুক্ষণ পরে আসতে বলেন। এসময় ওই হিজড়া তুষিত চাকমার বিক্রি করতে আনা মাছ গুলো মাটিতে ফেল দেয়। মাছ মাটিতে ফেলে দেওয়ার কারণ জানতে চাইলে ওই হিজড়া তুষিতা চাকমাকে ছুরিকাঘাত শুরু করে। এই ঘটনায় স্থানীয়রা ছুটে এলে ওই হিজড়া পাশের এক দোকানে ঢুকে পড়ে। এবং সবার অলক্ষে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ইমারজেন্সী মেডিকেল অফিসার নাফিস ইমতিয়াজ বলেন, স্বাস্থ্যকেন্দ্রে তুষিতা চাকমা নামে এক নারী আহত অবস্থায় এসেছেন। আমরা তার শরীরের ক্ষত জায়গাসমূহে সেলাই করে দিয়েছি। অল্পের জন্য খুব বড় রকমের কোন দুর্ঘটনা ঘটেনি।

এবিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত ওসি সুজন হালদার বলেন, বিষয় টি সম্পর্কে আমরা জেনেছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।