॥ রাজস্থলী প্রতিনিধি ॥
বাঙালহালিয়া সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের জ্ঞানে-গুণে সমৃদ্ধ হওয়ার আহবান জানিয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেছেন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃংখল জীবন ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞানে-গুণে নিজেদের সমৃদ্ধ করার আহবান জানিয়েছেন।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে বাঙালহালিয়া সরকারি কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ রফিক মিয়া তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন “ তোমাদের এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসি থেকে মাস্টার্স পর্যন্ত ৭ বছর সময়কে খুবই গুরুত্ব দিয়ে মেধাকে কাজে লাগাতে হবে। আর যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারো, তাহলে বাকী ৫০ বছর বেঁচে থাকলেও সেটা তোমার জন্য বৃথা।
এসময় শিক্ষার্থীরা ধুমপান, মাদক অপসংস্কৃতি ও অপরাজনীতিতে না জড়ানোর শপথ করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্লাস রুটিন, একাডেমিক ক্যালেন্ডার সহ শিক্ষা সামগ্রী।সমগ্র অনুষ্টানটি উপস্থাপন করেন প্রভাষক সুনিত মুৎসদ্দী। এসময় বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, সহ অনান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।