ইয়াবাসহ সময় দু’ব্যক্তি আটক

510

p.....5

স্টাফ রিপোর্টার, ৪ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : রাঙামাটি শহর থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। রোববার বিকেলে শহরে ফিসারী ঘাট সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে স্থানীয় যুবক রুবেল ও মানিককে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। কোতয়ালী থানা পুলিশের এসআই আনোয়ার হোসেন ও এসআই প্রিয়তোষ এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উই দু’জনকে মাদক ব্যবসায়ি হিসেবে ইয়াবাসহ আটক করে বলে জানায় কোতয়ালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ।

স্থানীয়রা জানিয়েছে, ভাড়াটিয়া সেজে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই ছদ্মবেশে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো তারা। তাদের মাধ্যমেই শহরের অধিকাংশ মাদকসেবী সংগ্রহ করতো বিক্রয় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। মায়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা এসব ইয়াবা ট্যাবলেট বিভিন্ন রুট হয়ে প্রবেশ করে পাহাড়ি জেলা রাঙামাটিতে। হাই প্রোফাইল কিছু ব্যবসায়ির মাধ্যমে রাঙামাটিতে প্রবেশকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রির সাথে সাথে জড়িত রয়েছে অন্তত অর্ধশত উঠতি বয়সের যুবক। যাদের অনেকের পিতা/ভাই/স্বজনরা সরকারদলীয় বিভিন্ন সংগঠনসহ বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। শহরের বিভিন্ন স্থানে এসব উঠতি বয়সের যুবকেরাই মাদক সেবীদের হাতে পৌছে দেয় মরন নেশা ইয়াবা।

রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানিয়েছেন, মাদকসেবীদের ধরতে শহরের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন সোর্সের মাধ্যমে কোতয়ালী থানা পুলিশ মাদকসেবীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছে জানিয়ে ওসি জানান, এরই ধারাবাহিকতায় উক্ত দুই যুবককে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হবে বলেও জানান ওসি মোহাম্মদ রশিদ।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান