রাজস্থলীর তিন ইউনিয়নে বিএনপির পদযাত্রা

124

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং, ২ নং ও ৩ নং ইউনিয়নে বিএনপির উদ্যোগে ১০দফা বাস্তবায়ন ও বিদ্যুতের ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন নেতাকর্মীদের মুক্তির দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রায় নেতৃত্ব দেন স্ব স্ব ইউনিয়ন বিএনপির সভাপতিগণ।

শনিবার (১১ ফ্রেব্রুয়ারি) বিকাল ৩ টায় ৩নং বাঙালহালিয়া ইউনিয়ন বিএনপির অস্হায়ী দলীয় কার্যালয় থেকে পদযাত্রা টি বের হয়ে বাঙালহালিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞো মারমা, বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, বাঙালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি শামীম আহম্মেদ রুবেল,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, জিকু কুমার দে,উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক সুমন সহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।