॥ স্টাফ রিপোর্টার ॥
ওয়েলফেয়ার ফ্যামিলির পক্ষ থেকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি ও রাউজান উপজেলায় এসডিপি-এসইডিপি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার, রাউজান পৌরসভার মেয়র, রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ, সচেতনতামূলক ক্যাম্পেইন, আলোচনা সভা ও শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড ও ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ সংস্থার চেয়ারম্যান নুর মোহাম্মদ সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম। ফটিকছড়ি ও রাউজনের উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, রাউজান পৌরসভার মেয়র ও রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি বাংলাদেশ গেজেটের কপি ও প্রচারপত্র সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করাসহ হস্তান্তর করেন।
এ সময় প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর (এইচআরএম অ্যান্ড ট্রেইনিং) মিটন চাকমা ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মিতোর চাকমারসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর রাউজান ও ফটিকছড়িতে ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে এবং ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ ও ডেভেলপমেন্ট পার্টনার- বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এর যৌথ উদ্যোগে সাসটেইনেবল ডেভলপমেন্ট পলিসি (এসডিপি) এবং সোস্যাল এন্ড ইকোনোমিক ডেভলপমেন্ট পলিসি (এসইডিপি) বাস্তবায়ন করার জন্য ‘সচেতনতামূলক ক্যাম্পেইন, আলোচনা সভা ও উঠান বৈঠকের পাশাপাশি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় ১০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কার্যক্রম উদ্বোধন করেন ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড ও ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর চেয়ারম্যান নুর মোহাম্মদ সিদ্দিকী।
এ সময় স্থানীয় মুরব্বি, জনপ্রতিনিধি এবং এলাকার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসডিপি-এসইডিপি: সমাজের অনগ্রসর, দরিদ্র, পিছিয়ে পড়া ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে সমাজের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীকে সংগঠিত করতে মাই ওয়েলফেয়ার অ্যাপ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সৃজনশীলতার মাধ্যমে এবং আগামীর স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এলাকার স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে প্রকৃতি প্রদত্ত সম্পদের সুষ্ঠু ও যুগোপযোগী ব্যবহারের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের বিকাশ ঘটিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে স্থায়ী অথবা অস্থায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের জন্য সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে টেকসই উন্নয়নের প্রয়াসে ওয়েলফেয়ার ফ্যামিলি ম্যানেজমেন্ট কাজ করছে।