কাউখালীতে যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির ওরিয়েন্টশন সভা

110

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাকের যৌথ আয়োজনে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসুচীর আওতায় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে দিনব্যাপি এক ওরিয়েন্টশন সভা বুধবার সকাল ১০টায় পোয়াপাড়ায় রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সুইমি প্রু রোয়াজা। সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অংপ্রু মারমা, উপজেলা ইন্সট্রাকট্র মো. গিয়াস উদ্দিন, উপজেলা ইউসিসিএ চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন। অনুস্টানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাক এনজিও ম্যানেজার রীতা চাকমা।

এ সময় ওরিয়েন্টশন সভায় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক,কাউখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা কামরুন্নাহার বেগম, পোয়াপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক উশিচিং মারমা, পুরান পোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পুলক চাকমা,ঘাগড়া ইউপি মেম্বার মো. মুনীর উদ্দিন, কলমপতি ইউপি মেম্বার মো. দেলোয়ার হোসেন শামিম, কলমপতি ইউপি মহিলা মেম্বার স্মৃতি দেবী চাকমা,কার্বারী উক্যজাই কার্বারী সহ সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ।

ওরিয়েন্টশন সভায় টিবি, ম্যালেরীয়া, এইচ আইভি এইডস,কোভিড-১৯টি বিষয়ে আলোচনা করা হয় এবং প্রত্যন্ত এলাকায় এসব রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে সকলকে সতর্ক এবং সচেতন হওয়ার পরামর্শ প্রদান করা হয় বলে সভায় জানান।