॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরীর পিতা বেতবুনিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও হেডম্যান কং জ প্রু চৌধুরী বার্ধক্যজনিত কারণে শনিবার (১১ ফ্রেব্রুয়ারি) বিকাল পৌনে ৫ ঘটিকায় বেতবুনিয়ার হেডম্যান পাড়াস্থ নিজ বাসভবনে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চিং কিউ রোয়াজা, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।