॥ রাজস্থলী প্রতিনিধি ॥
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে পাহাড়ে সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সরকার সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর উন্নয়নে সমানতালে কাজ করার কারণেই এমন পরিবেশ সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ঋষি আশ্রমের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহাযজ্ঞ ধর্ম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এ মন্তব্য করেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দুইদিনের এ সম্মেলন শুরু হয়।
দীপংকর তালুকদার বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা একই পরিবারের অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের ভাই ভাই। এছাড়াও রাঙামাটি পার্বত্য জেলাকে উন্নয়নের শিখরে এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের সকলের। এজন্য দল, মত, নির্বিশেষে একে অন্যের কাঁধে কাঁধ রেখে মিলেমিশে আন্তরিকতার সাথে রাঙ্গামাটির সকল উপজেলার উন্নয়নে কাজ করে যাবো।
তিনি আরো বলেন, বর্তমান সরকার আমলে পার্বত্য চট্টগ্রাম আমূল পরির্বতন হয়েছে। যেখানে রাস্তা-ঘাট ছিলো না সেখানে রাস্তা-ঘাট হয়েছে। সোলারের মাধ্যমে দূর্গম এলাকার মানুষ পেয়েছে বিদ্যুৎ। বর্তমান সরকার আমলেই একমাত্র প্রধামমন্ত্রী শেখ হাসিনা সুবাদে পাহাড়ের আনাচে কানাচে উন্নয়নের জোয়ার বইছে। মসজিদ মন্দির গির্জা ও বিহার সহ উন্নয়নের অগ্রনী ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী।
মহোৎসব কমিটির সভাপতি সুজিত করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ঝুলন দত্ত, আজগর আলী খান, পুলক বড়ুয়া, রাখাল চন্দ্রদাশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে এমপি দীপংকর তালুকদার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন উপভোগ করেন।